Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সারাদেশে ভূমিকম্প

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকাসহ সারাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে ভারতীয় অনেকগুলো গণমাধ্যম বলছে উৎসস্থলে এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। আরো কয়েকটি সূত্র জানায়, কম্পনের মাত্রা ৫ দশমিক ৪।
ভারতীয় বেশ ক’টি গণমাধ্যম বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, আসামের কোকড়াঝারের ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এটি উৎসস্থল বাংলাদেশ সীমান্ত থেকে উত্তর-পূর্ব ভারতের আসামের সাপাতগ্রামের নিকটে ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এই ভূমিকম্পে একইসাথে কেঁপেছে বাংলাদেশের পাশাপাশি ভারতের অধিকাংশ রাজ্য ও পার্শ্ববর্তী দেশ ভুটান।
সুত্র কালের কণ্ঠ

Exit mobile version