Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাস্টিয়ান ইন সুনামগঞ্জ এর পিকনিক সম্পন্ন

স্টাফ রিপোর্টার: ‘ যেখানেই সাস্টিয়ান,সেখানেই প্রাণের টান’ ব্যানারে শোভিত গাড়ী বহরে সুনামগঞ্জ জেলায় বিভিন্ন স্থানে কর্মরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ সাস্টিয়ান ইন সুনামগঞ্জ ‘ ২৩ ফেব্রুয়ারী প্রথম বারের মতো পিকনিকের আয়োজন করে।সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নয়নাভিরাম দৃশ্য দেখতে তাঁরা ছুটে যান শিমুল বাগান,শাহআরেফিন মাজার,যাদুকাটা নদী,বারিক্কেরটিলা সহ বিভিন্ন স্থানে।


সাস্টিয়ান ইন সুনামগঞ্জ পিকনিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের অংশ গ্রহন কারীরা হলেন জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল মতিন, ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জের ব্যবস্থাপক শ্রী জ্যোতিলাল গোস্বামী,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দে, বিশ্বম্ভর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সার্কেলের সিনিয়র এএসপি মাহবুবুর রহমান, এনসিসি ব্যাংক জগন্নাথপুরের উপব্যবস্থাপক শফিউল আলম, ডাচবাংলা এজেন্টব্যাংকিং এর এরিয়া ম্যানেজার সুহেল মিয়া,এমসি কলেজের অর্থনীতির প্রভাষক মো. আতিকুর রহমান, এমসি কলেজের অর্থনীতির প্রভাষক শাহান আলম,সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক এ,কে,এমআজাদ,


সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক, শাহিনুল ইসলাম,
পানিউন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জনকুমার দাস,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.আবুল কাশেম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী,
স্ট্যান্ডার্ড ব্যাংক সুনামগঞ্জের অফিসার সুমন চক্রবর্তী, ডাচবাংলা ব্যাংক সুনামগঞ্জের অপারেশন অফিসার আহসান তাহমিদ গালিব, সুনামগঞ্জ কর অফিসের কর পরিদর্শক মো. সেলিম মিয়া,আইসিডিডিআর,বি সুনামগঞ্জের ফিল্ড রিসার্চ এ্যাসিসট্যান্ট প্রিয়াঙ্কা চৌধুরী,জগন্নাথপুর সোনালী ব্যাংক কর্মকর্তা তান্না,সুনামগঞ্জ সরকারী কলেজের খন্ডকালিন প্রভাষক রত্না চক্রবর্তীসহ আরো অনেকে । সফলভাবে পিকনিক আয়োজনে সহায়তা করায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা। চমৎকার পিকনিক আয়োজনের জন্য অংশগ্রহণকারীরা আয়োজকদের ভালোবাসায় সিক্ত করেছেন। তারা এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Exit mobile version