Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটবাসীর জন্য নতুন সেবা অপরাধসহ নানা অভিযোগে ডায়েল করুণ ১০৪ নাম্বারে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::সারাদেশের অন্যান্য জেলাগুলোর মতো সিলেট জেলার বাসিন্দারাও এখন সহজে নানারকম সরকারি সেবা পেতে পারেন। পাশাপাশি অপরাধসহ যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে যেকোনো অপরারেটরের ফোন নম্বর থেকে ফোন করা যাবে ‘১০৪’ নাম্বারে।

সিলেট জেলা প্রশাসন পরিচালিত তাদের নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসন তাদের নিজস্ব ফেসবুক পেজে জানিয়েছে-

‘প্রিয় সিলেটবাসী

আপনারা জেনে আনন্দিত হবেন যে, ঘরে বসেই সরকারি বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে জনগণকে জানাতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম কর্তৃক একটি কল সেন্টার চালু করা হয়েছে।

আপনার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা যেমন বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক, জুয়া; জরুরি দুর্যোগ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সংস্কার, নাগরিক সেবা প্রাপ্তিতে অভিযোগ ইত্যাদি যেকোন বিষয়ে প্রতিকার পেতে পারেন ১০৪ নাম্বারে কেবল একটি কল করেই। কল রেট প্রতি মিনিট ৬০ পয়সা যে কোন অপারেটর থেকে।

জেলা প্রশাসন, সিলেট।’

Exit mobile version