Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটসহ দেশের কিছু স্থানে ব্জ্রবৃষ্টি হতে পারে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সিলেট বিভাগসহ দেশের কোথাও কোথাও অধিক বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার (২৭ জুন) আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে।

এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

সূত্র: বাসস

Exit mobile version