Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের উন্নয়নে দুইশত বছরেও যা হয়নি নয় বছরে তা হয়েছে-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটের উন্নয়নে দুইশত বছরেও যা হয়নি তা বর্তমান সরকারের দুই মেয়াদের নয় বছরে হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘সিলেট আধ্যাত্বিক শহর। এই শহরকে উন্নয়নের শহরে পরিণত করা হচ্ছে। গত ৯ বছরেই এসব উন্নয়ন হয়েছে।’

মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সিলেটবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে মন্ত্রীসভার বয়োজ্যেষ্ট এই মন্ত্রী বলেন, ‘দুই মেয়াদে সিলেটবাসী আমায় নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তাদের প্রতি ধন্যবাদ।’

অর্থমন্ত্রী মুহিত আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন করা হচ্ছে। শহরে যেমন গ্রামেও তেমন উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে দেশের ক্ষমতায় বসানোর জন্য সিলেটবাসীর প্রতি আহ্বানও জানান।

Exit mobile version