Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের কোর্ট পয়েন্টে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ,গাড়ি ভাংচুর

জগন্নাথপুর২৪ ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা হওয়ার পর নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। কিছুক্ষণ সংঘর্ষ চলার পর বিএনপি নেতা-কর্মীরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে নগরীর কোর্ট পয়েন্ট এবং করিম উল্যাহ মার্কেট এলাকায় সশস্ত্র অবস্থান নিয়েছে সরকারি দলের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার রায় ঘোষণার পর পরই বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট জজ কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা পরিষদ এলাকায় আসার পর বিএনপিপন্থী আইনজীবীরাও একটি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে কোর্ট পয়েন্ট সরকারি দলের নেতা-কর্মীদের দখলে রয়েছে। ওই এলাকার দোকান-পাট বন্ধ রয়েছে।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ব্যাপারে এখন পর্যন্ত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version