Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের পাঁচ আসনে সম্ভাব্য ১১ প্রবাসী প্রার্থীর তৎপরতা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে। তাদের প্রথম লক্ষ্য, দলীয় মনোনয়ন নিশ্চিত করা। সে লক্ষ্যে সিলেটের পাঁচটি সংসদীয় আসনে অন্তত ১১ জন প্রবাসী নেতা বিভিন্ন দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন।

সিলেটে সংসদীয় আসন রয়েছে ছয়টি। তন্মধ্যে সিলেট-১ আসন ছাড়া বাকি পাঁচটি আসনেই সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন প্রবাসে বসবাসকারী রাজনৈতিক নেতারা। সম্ভাব্য এসব প্রার্থীরা বর্তমানে নিজ নিজ আসনে নিজেদের অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টা চালাচ্ছেন। একইসাথে সংশ্লিষ্ট দলের হাইকমান্ডের মনোযোগ আকর্ষণের চেষ্টাও করছেন তারা।

সিলেট-২ আসনের বর্তমান সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাজ্য থেকে দেশে এসে জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। অবশ্য, ইয়াহইয়া চৌধুরীর বিজয়ের পেছনে রয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ‘ত্যাগ’ স্বীকার। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী শফিক চৌধুরী পরের নির্বাচনে দলের সভানেত্রীর কথায় আসনটি ছেড়ে দেন জাপার প্রার্থী ইয়াহইয়াকে।

আগামী নির্বাচনে ইয়াহইয়া জাতীয় পার্টি থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ আসনে আরেক প্রবাসী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীও নির্বাচনী দৌড়ে রয়েছেন। আওয়ামী লীগের ব্যানারে প্রার্থী হতে চাওয়া এ নেতা অবশ্য এখনও তেমন সুবিধা করে ওঠতে পারেননি বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। নেতাকর্মীদের দাবি, সিলেট-২ আসনে আওয়ামী লীগের ‘একমাত্র যোগ্য প্রার্থী’ শফিকুর রহমান চৌধুরী। শফিক চৌধুরীর বাইরে আর কাউকে প্রার্থী করা হলে আসনটিতে আওয়ামী লীগের ভরাডুবি ঘটতে পারে বলে তৃণমূল নেতাকর্মীদের অভিমত।

সিলেট-৩ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস। আগামী নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হাবিুর রহমান হাবিব। নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকার নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন তিনি। নির্বাচনী প্রস্তুতি পুরোদমে শুরু করতে আগামী ১৭ অক্টোবর তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছে একটি সূত্র।

এ আসনে বিএনপি থেকে প্রার্থী হতে চান যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ব্যারিস্টার আবদুস সালাম। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্তরাজ্যে ঘনিষ্ট যোগাযোগ রাখছেন বলে একটি সূত্র জানিয়েছে। তারেকের ‘মন জয় করে’ সিলেট-৩ আসনে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন ব্যারিস্টার সালাম।

সিলেট-৪ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমদ। তবে আগামী নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন চান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ। সে লক্ষ্যেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। প্রার্থী হতে তিনি আওয়ামী লীগের কেন্দ্রে লবিং চালাচ্ছেন বলে তার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে।

যুক্তরাজ্য প্রবাসী জাতীয় পার্টি নেতা সেলিম উদ্দিন সিলেট-৫ আসনের বর্তমান সাংসদ। গত নির্বাচনের আগে দেশে ফিরে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। আগামী নির্বাচনেও এ আসনটিতে প্রতিদ্বন্দ্বীতা করার দৌড়ে আছেন সেলিম উদ্দিন। তবে এ আসনের পরিবর্তে সিলেট-৬ আসনেও তাঁর নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।

সিলেট-৫ আসনে নির্বাচন করতে আগ্রহী প্রবাসী রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন ফ্রান্স জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ। নির্বাচন করতে নানা প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সিলেট-৬ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে তৎপর বেশ কয়েকজন প্রবাসী নেতা। তন্মধ্যে রয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি শামস উদ্দিন খান, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক। তবে আসনটির বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদকে সরিয়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া তাদের জন্য বেশ কঠিনই হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী।

Exit mobile version