Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের প্রথম দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সিলেট প্রতিনিধি:: সিলেটের প্রথম ফুট ওভারব্রিজের উদ্বোধন । সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে নির্মিত সিলেটের প্রথম ফুট ওভারব্রিজের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওভারব্রিজটি উদ্বোধন করেন তিনি। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা হচ্ছে কোর্ট পয়েন্ট। মানুষের সুবিধার জন্যই এখানে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘এক সময় সিলেট শহরে মাত্র ২৫ হাজার লোক বসবাস করতো। কিন্তু বর্তমানে ৭ লাখের বেশি মানুষ বাস করছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে আমাদের চলতে হবে।’
নগরবাসী প্রতি অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এই ফুট ওভারব্রিজটি অপরিচ্ছন্ন রাখা যাবে না। এটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের অনেক উন্নয়ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। যে কাজগুলো চলছে তা খুব দ্রুত শেষ করতে হবে।’

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহনগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

Exit mobile version