Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের মেয়র আরিফ রবিবার থেকে ফের দায়িত্ব পালন করবেন

সিলেট অফিস:: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাময়িক বরখাস্তেুর আদেশ স্থগিত করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে আগামী রোববার থেকে আরিফুল হক চৌধুরীর মেয়র দায়িত্ব পালনে আর কোন বাধা রইল না।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার ‘নো অর্ডার’ আদেশ প্রদান করেন।
আপিল বিভাগের এ আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এতে মেয়র পদে ফিরতে আরিফুল হক চৌধুরীর কোন বাধা নেই।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আরিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে পাঠান। দীর্ঘ কারাবাসের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে চলতি বছর ৪ জানুয়ারি তিনি কারামুক্ত হন। পরে ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।এ বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের পর ১৩ মার্চ হাইকোর্ট সরকারের আদেশ স্থগিত করেন। এছাড়াও রুল জারি করেন।

Exit mobile version