Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের শিববাড়িতে এক বাসায় জঙ্গিবিরোধী অভিযান চলছে

সিলেট প্রতিনিধি:

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ মার্চ) ভোররাত থেকে পাঁচতলা ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন জানিয়েছেন।

সকালে ওই এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয়দের কথায় জানা গেছে।

রোকনউদ্দিন বলেন, “ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে।”

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চার তলা বিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরীর আতিয়া ট্রেভেলস্ এর স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাট (বন্দরঘাট)’র বাসিন্দা উস্তার মিয়া।

গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন।

বৃহস্পতিবার রাত থেকে ওই বাড়ির চারপাশে সশস্ত্র অবস্থান নেয় পুলিশ।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকায় জঙ্গিবরোধী অভিযানে আটকদের কাছে তথ্য কয়েকদিন আগে সিলেট আসে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তারা বিভিন্ন সূত্রে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে এ বাড়ির সন্ধান পায়।

Exit mobile version