Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের সুরমা-কুশিয়ারা নদীর পানি আরও বাড়ছে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে কুশিয়ারা ও সুরমা নদীর তিন পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট সদরে কিছুটা কমলেও আগের মতই রয়েছে পরিস্থিতি।

মঙ্গলবার হালকা বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, এমনিতেই বৃষ্টি হচ্ছে, তার ওপর ভারতে বৃষ্টি হওয়ায় পানি বাড়ছে। এতে বন্যা কয়েকদিন থাকতে পারে বলে তিনি জানান।

গতকাল বিকেল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, সুরমার পানি কানাইঘাটে বিপদসীমার ১৩ দশমিক ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার অমলসীদে বিপদসীমার ১৬ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপরে। শেওলা পয়েন্টে বিপদসীমার ১৪ দশমিক ০৪ ওপর দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে।

Exit mobile version