Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের ১৫ ইউনিয়নের চেয়ারম্যান হলেন যারা

স্টাফ রিপোর্টার:: তৃতীয়ধাপে সিলেট জেলার ১৫ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। জৈন্তা ও কানাইঘাট উপজেলার এ ইউনিয়নগুলোর মধ্যে চেয়ারম্যান পদে বিজয়ীদের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ সমর্থিত ও তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

দু’টিতে বিএনপির বিদ্রোহী ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। আর দুই উপজেলার তিন ইউনিয়নে বিজয়ী হয়েছেন তিনজন স্বতন্ত্রপ্রার্থী।

জৈন্তা উপজেলার ছয়টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন নিজপাট ইউনিয়নে মঞ্জুর এলাহী সম্রাট (আওয়ামী লীগ), জৈন্তাপুর ইউনিয়নে এখলাসুর রহমান (আওয়ামী লীগ), চারিকাটা ইউনিয়নে শাহ আলম চৌধুরী তোফায়েল (বিএনপি বিদ্রোহী), দরবস্ত ইউনিয়নে বাহারুল আলম বাহার (বিএনপি), ফতেহপুর ইউনিয়নে আব্দুর রশিদ, (বিএনপি) ও চিকনাগুল ইউনিয়নে আমিনুর রশীদ, আওয়ামী লীগ (বিদ্রোহী)।

কানাইঘাট উপজেলার নয়টি ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন ল²ীপ্রসাদ পূর্ব ইউনিয়ন ডা. ফয়েজ উদ্দিন (স্বতন্ত্র), ল²ীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে জেমস ফার্গুসন নানকা (আওয়ামী লীগ), দীঘিরপাড় পূর্ব ইউনিয়নে আলী হোসেন কাজল (আওয়ামী লীগ), সাতবাক ইউনিয়নে মোস্তাক আহমদ পলাশ (আওয়ামী লীগ), বড় চতুল ইউনিয়নে মাওলানা আবুল হোসেন (স্বতন্ত্র), কানাইঘাট সদর ইউনিয়নে মামনুর রশীদ (বিএনপি), দক্ষিণ বানীগ্রামে মাসুদ আহমদ (আওয়ামী লীগ), ঝিঙ্গাবাড়ি ইউনিয়নে আব্বাস উদ্দিন- (বিএনপি বিদ্রোহী) ও রাজাগঞ্জ ইউনিয়নে ফখরুল ইসলাম (স্বতন্ত্র)।

Exit mobile version