Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের ২১ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা…

স্টাফ রিপোর্টার:: সিলেটের তিন উপজেলায় ২১ ইউপিতে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জকিগঞ্জে ৯, বিয়ানীবাজারে ১০ এবং গোয়াইনঘাটে দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ১০ জন, বিএনপির তিনজন, জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাতজন (এর মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহী দুজন, বিএনপি বিদ্রোহী তিনজন)।

জকিগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে বিজয়ীরা হলেন- বারহাল ইউপিতে মোস্তাক আহমদ চৌধুরী (স্বতন্ত্র), বীরশ্রীতে ইউনুস আলী (আ.লীগ), কাজলসারে জুলকার নাইন (আ.লীগ), খলাছড়ায় কবির আহমদ (আ.লীগ), জকিগঞ্জে খলিলুর রহমান (আ.লীগ), বারঠাকুরীতে মহসিন মর্তুজা টিপু (আ.লীগ), মানিকপুরে মাহতাব আহমদ চৌধুরী (জাতীয় পার্টি) এবং সুলতানপুরে রফিকুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী)।

বিয়ানীবাজার উপজেলায় বিজয়ীরা হলেন- দুবাগে আবদুস সালাম (আ.লীগ), শেওলায় জহুর উদ্দিন (আ.লীগ), চারখাইয়ে মাহমদ আলী (আ.লীগ), মাথিউড়ায় শিহাব উদ্দিন (আ.লীগ), কুড়ারবাজারে আবু তাহের (বিএনপি), আলীনগরে মামুনুর রশীদ মামুন (বিএনপি), তিলপাড়ায় মাহবুবুর রহমান (বিএনপি বিদ্রোহী), মোল্লাপুরে আবদুল মান্নান (বিএনপি বিদ্রোহী), লাওটায় গৌছ উদ্দিন (আ.লীগ বিদ্রোহী) এবং মুড়িয়ায় আবুল খায়ের (স্বতন্ত্র)।

এদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত ৩১ মার্চ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে মামলা সংক্রান্ত জটিলতায় লেঙ্গুড়া ও ডৌবাড়ি ইউনিয়নে ওই সময় নির্বাচন হয়নি। আদালতের নির্দেশে শেষ ধাপে এ দুই ইউপিতে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নে মাহবুবুর রহমান (বিএনপি) এবং ডৌবাড়িতে আরিফ ইকবাল নেহাল (বিএনপি বিদ্রোহী) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়।

Exit mobile version