Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে করোনায় আরো ১১ জনের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত রোববার সিলেটে রেকর্ড সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ৬ জন, মৌলভীবাজারে ৩ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন। এই সময়ে নতুন করে আরও ৩৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ১৮০ জন, সুনামগঞ্জে ৫৪ জন, হবিগঞ্জে ৪০ জন ও মৌলভীবাজারে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৯ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেট জেলায় শনাক্তের হার ৩৫ দশমিক ৭৮ শতাংশ, সুনামগঞ্জে ৩১ দশমিক ৯৫ শতাংশ, হবিগঞ্জে ৩৪ দশমিক ৭৮ শতাংশ ও মৌলভীবাজারে ৩৭ দশমিক ১৪ শতাংশ।

এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৩ হাজার ৮৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৪৪ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫৮ জন ভর্তি আছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৩৮ জন।

Exit mobile version