Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে কর্মী সমাবেশে জাকির-শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করুন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এ জনসভার মাধ্যমে সিলেটের মাটিতে আর কোনো ছাত্র সংগঠন এতো জনপ্রিয় নয়, এটা নেত্রীর কাছে প্রমাণ করতে হবে। জনসভাস্থলে নেতা-কর্মীদের সুশৃংখলভাবে অবস্থানেরও পরামর্শ দেন জাকির।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফল করার লক্ষ্যে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে জেলা পরিষদ হল রুমে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার আলোকপাত করে বলেন, ‘ছাত্রলীগ সেদিন ভিসিকে উদ্ধার না করলে, সেখানে বড় ধরণের ঘটনা ঘটতে পারত। সেদিন ছাত্রলীগ বড় ধরণের অনাকাঙ্খিত ঘটনা থেকে ভিসিকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ভিসি উদ্ধারকারী শুধু ছাত্রলীগ কর্মী নয়, ঢাবিরও ছাত্র।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রোম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারে সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় ছাত্রলীগ সেক্রেটারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, ‘ছাত্রলীগ জোর করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে না। ছাত্রলীগ ঠিকই শেখ হাসিনাকে মানুষের মন জয় করে ক্ষমতায় নিয়ে এসে হ্যাট্রিক জয় নিশ্চিত করবে।’

কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহমদ রাসেল।

Exit mobile version