Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে ড্রেন খনন করতে গিয়ে ১১টি মর্টার শেল পাওয়া গেলে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীর দরগা মহল্লা এলাকায় ড্রেন খননের সময় ১১টি মর্টার শেল পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ

বুধবার সকাল ১০টার দিকে এ মর্টার শেলগুলো উদ্ধার করেছে।

জানা যায়, নগরীর পরিচ্ছন্নতা রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে ড্রেন খনন কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে দরগা মহল্লা এলাকায় মাজারের পেছনের অংশে মেডিকেল কলেজের ছাত্রাবাসের পাশের ড্রেন খনন করার সময় শ্রমিকরা মর্টার শেলগুলোর সন্ধান পান।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারা ধারণা করছেন, মর্টাল শেলগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।

মর্টার শেলগুলো পরীক্ষার জন্য পুলিশ ও র‍্যাবের বোমা বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি গৌছুল হোসেন।

Exit mobile version