Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নুরুল ইসলাম নাহিদ

সিলেট প্রতিনিধি :: আওয়ামী লীগের সদ্য শেষ হওয়া সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ার পর আজ বুধবার প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেটে আসার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

বুধবার বেলা পৌনে ২টার দিকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শিক্ষামন্ত্রী। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ।

সেখান থেকে শিক্ষামন্ত্রী হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে গিয়ে জিয়ারত করেন। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যান শিক্ষামন্ত্রী। সেখানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানান। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত সভায় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

নেতাকর্মীদের ভালোবাসা ও অভিনন্দনের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সিলেটের প্রতি শেখ হাসিনার বিশেষ টান রয়েছে। এজন্য সিলেটের চারজন নেতাকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগে সভানেত্রী শেখ হাসিনার কৃতজ্ঞতা জানাচ্ছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী দিনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

Exit mobile version