Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে পাইনিয়ার ইয়ুত এসোসিয়শনের উদ্যােগে বিজয় দিবস বিভিন্ন কর্মসুচী পালিত

সিলেট সিটি করপোরেশন সাবেক ভারপ্রাপ্ত মেয়র বর্তসান কাউন্সিলর অাজম খান বলেছেন, ৫২ ভাষা অান্দোলনের সুত্রধরে বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীন হয়েছে বলে অাজ বিজয়ের স্বাদ গ্রহন করতে পারছি। সুতরাং যে মুক্তিযুদ্বের চেতনাকে লালন করে বিজয় অর্জিত সেই চেতনায় অাজকের প্রজন্মকে গড়ে তুলতে হবে।
গতকাল রবিবার সিলেট শিববাড়ি পাঠানপাড়া পাইনিয়ার ইয়ুত এসোসিয়েশন এর উদ্যোগে
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অায়োজিতদিনভর বিভিন্ন কর্মসুচি শেষে কীড়া প্রতিযোগিতা অালোচনা ও পুরস্কার বিতরণী প্রদানকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মুহিবুল ইসলাম মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবজল মিয়া তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহপরিচালক প্রতাপ চৌধুরী,জগন্নাথপুর প্রেসক্লাব সহসভাপতি সাবেক সাধারন সম্পাদক তাজউদ্দিন অাহমদ,সিলেট ২৭ নং ওয়াড অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ছয়েফ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান,বিশিষ্ট ব্যবসায়ী শাখায়াত হোসাইন ,মাছুমুল হক, শওকত অালী।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফখরুল ইসলাম, ফখরুল আলম তালুকদার,মুমিনুল হক,বকুল,মিঠু পাল,শরীফুল ইসলাম টিপু, ইমন, হাফিজ রেজুয়ান ওবায়দুল্লাহ প্রমুখ।কর্মসুচির খেলার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা জ্ঞান জিঞ্জাসা মুলক মুক্তিযুেন্ধের উপর প্রশ্নাবলী দিয়ে সাজানো ছোট শিশুদের মধে্্য লিখিত পরিক্ষা নেয়া হয়।পরে বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version