Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাপাতালের পরিচালকের এক বছর পুর্ন একটি উন্নত সেবা প্রদান কারী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করছি-পরিচালক

আজিজুর রহমান,সিলেট: এক বছর পূর্বে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নানা সমস্যায় জর্জরিত মধ্যে পরিচালক হিসাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যোগদান করেন বর্তমান বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক। এ উপলক্ষে হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীরা ফুলের তোরা দিয়ে নতুন ভাবে পরিচালক মহোদয়কে বরণ করে নেন।

হাসপাতালে কর্মরত সকলকে নিয়ে একটি উন্নত সেবা প্রদান কারী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলে ইতি মধ্যে সুনাম অর্জন করেন। যা সিলেটবাসীর সর্বমহলে আজ প্রশংসনীয়। যে হাসপাতালের নাম শুনলে মানুষ অনিহা প্রকাশ করত,আজ সগৌরবে লোকজন হাসপাতাল মুখী। ভাল সেবা পাওয়ার কারনে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পরিচালকের ¯েœহভাজন ব্রাদার সাদক হোসেন চৌধুরী জানান, স্যার কাজের ব্যাপারে খুবই আন্তরিক।সকলের সুখে দুখে সব সময় পাশে থাকেন। বিশেষ করে সকল অভিযোগ আমলে নিয়ে সমাধান করে থাকেন।

হাসপাতালের আবাসিক সার্জন(শিশু বিভাগ) আফসার উদ্দিন জানান, পরিচালক মহোদয় শুধু আমাদের পরিচালক নয়,উনি হাসপাতালে পিতার । পিতামাতা যেমন সন্তানদের আগলে রাখেন তিনিও হাসপাতালটিকে নিজের মত আগলে রাখেন। আমি কয়েকজন অবিভাবক পেয়েছি।কিন্তু উনার মত একজন কমল হৃদয়ের মানুষ আমি পাইনি। আমি গর্বিত স্যারে মত একজন পরিচালক পেয়ে।

উল্লেক-ব্রিগেডিয়ার জেনারেল (ডাঃ) এ কে মাহবুবুল হক ব্রাহ্মণবাড়ীয়া জেলার বানছারামপুর থানায় জন্মগ্রহন করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে সরারসরি ক্যাপ্টেন পদে যোগদান করেন। চাকুরীকালীন সময়ে তিনি এমপিএইচ এবং এমফিল ডিগ্রী অর্জন করেন। বিগত চাকুরী জীবনে তিনি সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন যার মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালের অধিনায়ক, ফিল্ড মেডিকেল ইউনিটে অধিনায়ক, সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের স্টাফ পদ, আমর্ড ফোসের্স মেডিকেল কলেজ ও এএমসি সেন্টার এন্ড স্কুলে স্টাফ পদ।

ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব ওকেপি-৫ কুয়েত ও ব্যানব্যাট-৬ সুদানে জাতিসংঘ মিশনে প্রায় সাড়ে ৪ বৎসর কর্মরত ছিলেন। তাছাড়াও তিনি বিজিবি ও ক্যাডেট কলেজের আরএমও হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বর্তমান পদবীতে যোগদানের পূর্বে ১৭ পদাতিক ডিভিশন, জালালাবাদ সেনানিবাস সিলেট, এ্যসিটেন্ট ডাইরেক্টর মিডিকেল সার্ভিসেস (এডিএমএস) হিসেবে এক বছর ৬ মাস দায়িত্ব পালন করেন।

Exit mobile version