Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট কোর্ট মসজিদে হাতেনাতে চোর ধরা পড়ছে

সিলেট প্রতিনিধি:: সিলেট কোর্ট মসজিদে হাতেনাতে চোর ধরা পড়ছে।গত রাত ৯:০৬ মিনিটের সময় সিলেট কোর্ট মসজিদে ৬০ জনেরর মত মসল্লি নিয়ে তারাবারির নামাজ চলা কালে হঠাৎ নামাজের মাঝে পিছনের সারিতে অবস্থানরত মোয়াজ্জিন সাহেব টের পেয়ে নামাজের মাঝে চিৎকার উঠলেন যে মসজিদের ২ য় তলাতে চোর ঢুকছে, মসল্লিরা নামাজের সময় শেষ বৈঠক শেষ করে ২য় তলাতে গিয়ে দেখেন এক চোর বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তখন চোর আটক করে রশি দিয়ে বেধে রেখে প্রায় ২০ মিনিট পর আবার নামাজ শুরু হয়, নামাজ শেষ করে চোরকে জিঙ্গাসা করলে তখন চোর বলে ওরা তিনজন ছিল ২ জন ২য় তলার নিচে মসজিদের পাশে দাড়ানো চোর ২য় তলায় প্রথমে ২য় তলার তালা ভাঙ্গছে তারপর ২য় তলায় ঈমাম সাহেবের রুমের তালা ভাঙ্গছে, ঈমাম সাহেবের রুমে রাখা ৭ হাজার টাকা মতো এবং ঈমাম সাহেবের বাজারের বেগ ও নেওয়ার চেষ্টা করে চোর ২য় তলা থেকে নিচে থাকা অপর ২ চোরের কাছে দিয়েছির তখন কিছু টাকা ২য় তলার সানসেটে পাওয়া গেছে, তারপর পুলিশ খবর দেওয়া হয়, কোতোয়ালী থানার পুলিশের কাছে মামলা করে দেওয়া হয়েছে। উল্লেখ্য মসজিদটা তৃতীয়তলা বিশিষ্ট আর শুক্রবার ৩য়তলা পর্যন্ত মসল্লির উপস্থিতি থাকে। আর দ্বিতীয় তলাতে ঈমাম সাহেব থাকার জন্য রুম রয়েছে।

Exit mobile version