Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট ছাত্রদলের ১৭ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট মহানগর ছাত্রদলের আওতাধীন ১৭ ইউনিটে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এসব কমিটি অনুমোদন দিয়েছেন।

অনুমোদন পাওয়া ১৭টি ইউনিটের মধ্যে ১৪টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি, দুটি কলেজে আহ্বায়ক এবং একটি কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটি গঠন প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ গণমাধ্যমকে বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে ছাত্রদলের কমিটিগুলো করা হয়েছে। শিগগিরই বাকি কমিটিগুলোও করা হবে। নবগঠিত কমিটিগুলো খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুনে সিলেট মহানগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়।

Exit mobile version