Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপুর পিতৃবিয়োগ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ বিভিন্ন নেতৃবৃন্দের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরএলাকার লুদরপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক হাজী শাহ ইয়াদ আলী (৯০) ইন্তেকাল করেছেন । (ইন্না….রাজিউন)। রোববার ভোররাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুম হাজী শাহ ইয়াদ আলী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জহুর মরহুমের নামাজে জানাজা ইসহাকপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেনীপেশার মানুষ। এ সময় সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রঞ্জিত সরকার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুম শাহ ইয়াদ আলী কে পঞ্চায়িতী কবরস্থানে দাফন করা হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, এম,এ মান্নান, জগন্নাথপুরের আওয়ামীলীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-প্রচার সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি যা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নিজামুল করিম উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আবায়ক লিটম আহমদ যুগ্ম আহবায়ক এম, মোতাহির আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version