Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতুর সংস্কার কাজ শেষ,যানচলাচল শরু

স্টাফ রিপোর্টার:; ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ব্রিজের সংস্কার কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সিলেট-ঢাকা মহাসড়ক। ১২দিন বন্ধ থাকার পর সোমবার দিবাগত রাত ১২টা থেকে সড়কটি চালু হয়। যদিও আগামী ২২ জুন পর্যন্ত সড়কটি বন্ধ থাকার কথা ছিল। কিন্তু সংস্কার কাজ শেষ হয়ে যাওয়ায় দু’দিন আগেই খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর সেতুর উত্তর অংশের আরসিসি ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে যায়। আরসিসি ঢালাই ভেঙে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ভাঙা স্থানে পাথর বিটুমিন দিয়ে মেরামত করে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেয়। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে থাকে।

ভাঙন ধরা স্থানে জরুরি মেরামত কাজের জন্য ৯ থেকে ২২ জুন পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এই ১২ দিন মৌলভীবাজার হয়ে গাড়ি সিলেটে আসা-যাওয়া করতো। এতে সময়ও বেশি লাগতো এবং রমজানের মধ্যে যাত্রী ভোগান্তি ছিল চরমে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় দুদিন আগেই তা খুলে দেওয়া হয়েছে।

Exit mobile version