Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৭নং কুপ এলাকার বাস, ব্যটারীচালিত টমটম এবং মটর সাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে ঘটনাস্থলে শিশুসহ নিহত হয়েছেন ৩ জন। আহত হয়েছেন অন্তত ২০ ৷

আজ বুধবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকাল সাড়ে ৪টায় সিলেট হতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট- মেট্রো- ব-১১-০০০১) এর সঙ্গে দুটি ব্যাটারীচালিত টমটম ও একটি মোটর সাইকেলে মুখিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ২০ জন আহত ৷

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী নেত্রকোনা জেলার পাঁচহাট খালিয়াজুড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান সানি (৩০), টমটম যাত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মুহাম্মদ আব্দুর রহমানের ছেলে মো. রোকন উদ্দিন (৪৫), অপর টমটম যাত্রী খাদিমনগর সিলেটের রস্তুমপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে তাহমিদ তাসিন (১২) ৷ আহতদের নাম পাওয়া যায়নি৷ আহতদের সবাই বাস যাত্রী ছিলেন ৷

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে৷ সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর কথা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্তিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ৷ দুর্ঘটনায় পতিত বাস, মটর সাইকেল ও দুটি ব্যটারীচালিত টমটম হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ৷

Exit mobile version