Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন হাওরপাড়ের রমা বিজয় সরকার

ধর্মপাশা প্রতিনিধি::
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (প্রেষণে) নিযুক্ত হয়েছেন হাওরপাড়ের কৃতি সন্তান ও সরকারি তিতুমীর কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. রমা বিজয় সরকার। তাঁর এ সাফল্যে আনন্দিত হাওরবাসী। গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পর ড. রমা বিজয় সরকারকে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যম সুশীল সমাজের ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন। ড. রমা বিজয় সরকার হাওরাঞ্চল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানি ইউনিয়নের সাড়ারকোনা গ্রামের রনেন্দ্র নারায়ন সরকার ও মমতা রাণী সরকার দম্পতির বড় সন্তান।
তিন ভাই ও দুই বোনের মধ্যে বড় ড. রমা বিজয় সরকার ১৯৮১ সালে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (তৎকালীন বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল) থেকে বিজ্ঞান শাখায় এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ¯œাতক এবং ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৪তম বিসিএসে (সাধারণ শিক্ষা) উত্তীর্ণ হয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে পদার্থবিদ্যা বিষয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ড. রমা বিজয় সরকারের স্ত্রী নিহার কণা মল্লিক ঢাকা কলেজ অব নার্সিংয়ের একজন প্রভাষক। তাঁদের দুই সন্তান প্রজ্ঞা সরকার জেনিথ পেশায় ডাক্তার এবং ছেলে দিব্য সরকার একজন প্রকৌশলী।
বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের কোনো সাবেক শিক্ষার্থী যখন সাফল্য অর্জন করে তখন সে সাফল্য বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে। আমরা তাঁর সাফল্যে গর্বিত।’
মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, ‘ড. রমা বিজয় তালুকদার হাওরাঞ্চলের গর্ব। তাঁর এ সাফল্যকে আমরা অভিনন্দন জানাই।’

Exit mobile version