Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলা

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঈন উদ্দিনের ওপর হামলা করেছেন প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী সেলিম আহমদ রনি। হামলায় মঈন উদ্দিন ছাড়াও তাঁর আত্মীয় স্থানীয় সাধুবাজার টেকনিক্যাল রোডের মৃত বাদশা মিয়ার ছেলে সোহাগ ও ফয়ছল আহত হন।

সোমবার বিকালে দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোডস্থ মসজিদের সামনে তাঁদের ওপর হামলা করা হয়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিম আহমদ রনি শনিবার সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থী মঈন উদ্দিনের বাড়িতে যান। ওই সময় রনি পরিবারের সবার সাথে ছবি উঠেন। কিন্তু মঈন উদ্দিন তার মায়ের ছবি উঠাতে নিষেধ করেন। রনি নিষেধ উপেক্ষা করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে প্রচার করেন বলে অভিযোগ করেন মঈন। সোমবার জেলা নির্বাচন কার্যালয়ের সামনে রনিকে পেয়ে মঈন প্রকাশিত ছবি সরিয়ে ফেলতে অনুরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিকালে মঈন উদ্দিন টেকনিক্যাল রোডস্থ তাঁর নানা বাড়িতে যাওয়ার পথে সেলিম আহমদ রনি ও তাঁর লোকজন নিয়ে হামলা চালান।

সেলিম আহমদ রনি জানান, কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছে। মঈন ছবিটি সরিয়ে নেয়ার কথা বলেন। কিন্তু টেকনিক্যাল রোডে তাঁর বড় ভাইয়ের দোকানে হামলা চালালে এতে মঈন উদ্দিন আহত হয়েছেন বলে দাবি করেন রনি।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ফেসবুকে ছবি ছেড়ে দেওয়া নিয়ে মারপিঠের ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version