Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় সিএনজি অটোরিকশাযাত্রী এক মাদরাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার রাত ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মাহতাবপুর (মৎস্য আড়ৎ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে দ্রুতগামী সুনামগঞ্জমুখী গেইটলক বিরতিহীন যাত্রীবাহী বাস সড়কের মৎস্য আড়ৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে লামাকাজিগামী যাত্রীবাহী অনটেস্ট অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ ৬ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত সিএনজি অটোরিকশার যাত্রী মাওলানা ফজলুর রহমান জুয়েল (৪৫), সিলেট সুবিদবাজার বনকলাপাড়ার শায়েস্থা মিয়া, দোয়ারার নরসিংপুরের রহমত আলী ও আবদুল খালিক মানিক, সিলেট জালালাবাদ হায়দরপুরের নুরুল মিয়া ও বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের ইশবপুর গ্রামের আনহার আলীর ছেলে চালক কয়ছর আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা ফজলুর রহমান জুয়েল (৪৫) কে মৃত ঘোষণা করেন।

মাওলানা ফজলুর রহমান জুয়েল দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের তাহিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেটের উপশহরস্থ দারুল আজহার মডেল মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে তিনি শনিবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ভোট দিয়ে কর্মস্থলে ফেরার পথে ঘাতক বাসের চাপায় তার মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাস চালক ও তার সহকারী পালিয়ে যায়।

জয়কলস হাইওয়ের পুলিশের ইনচার্জ এসআই রনু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস (নং-সিলেট-জ-১১-০৭২১) ও (অনটেস্ট) সিএনজি অটোরিকশা জব্দ করে বদিরগাঁওস্থ ফাঁড়িতে নিয়ে এসেছে।

Exit mobile version