1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশইন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বুধবার (১১ জুন) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও ছাতক সীমান্ত এলাকা দিয়ে এসব পুশইন করে।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়,  পুশইনের ঘটনায় মোট ৭০ জনকে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এর মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির মোকামপুঞ্জি সীমান্তে ১৭ জন ও মিনাটিলা বিওপির মিনাটিলা সীমান্তে ২৩ জন। সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তে মোট ১৩ জন। সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট বিওপির সীমান্তে মোট ১৭ জন।

আটকদের মধ্যে- পুরুষ ২২ জন, নারী ১৮ জন ও শিশু ৩০ জন। তাদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম জেলা ও ২৭ জন লালমনিরহাটের নাগরিক। তারা গত কয়েকবছর থেকে ভারতে অবৈধভাবে বিভিন্ন পেশায় কাজ করে বসবাস করেছিল।

৪৮ বিজিবির সিইও লে. কর্নেল নাজমুল হাসান জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুত্র-খবরের কাগজ

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com