Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট-৬ আসন:ঘোলাটে রাজনীতির আকাশ

 

কামরুল ইসলাম মাহি, সিলেট:: জাতীয় একাদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে সিলেটের রাজনীতির দৃশ্যপট তত বদলে যাচ্ছে। ঘোলাটে হচ্ছে সার্বিক পরিস্থিতি। বদলে যাচ্ছে জোটের-ভোটের সমীকরণ। শুরু হয়েছে দল বদলও। এমন পরিস্থিতিতে সিলেটের ৬টি আসনে দেখা দেবে নতুন মুখ, নাকি পুরাতনেই আস্থার জায়গায় অটল থাকবে দলগুলো এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনগণের মনে। সিলেট-১ আসন মর্যাদাপূর্ণ আসন। এই আসনে যে দলের প্রার্থীই জয়ী হয় সেই দলই সরকার গঠন করে এমন বিশ্বাস রয়েছে সব দলেই। তাই এ আসনে প্রার্থী দিতে নানা হিসেব কষছে রাজনৈতিক দলগুলো। যদিও এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচন না করার অঙ্গিকার করেছেন বার বার। তারপরও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ডামি প্রার্থী হিসেবে থাকবেন এমনটাও বলেছেন। পাশাপাশি তাঁর সহোদর জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনও এই আসনে নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করতে চান। তিনি প্রায় বছরখানেক ধরেই সিলেটে বিভিন্ন প্রচার ক…

Exit mobile version