Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুইডেনে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, বাকস্বাধীনতার নামে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বিগ্ন।
সম্প্রতি উগ্র ডানপন্থীরা স্টকহোমে তুর্কিয়ে প্রজাতন্ত্রের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পুড়িয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Exit mobile version