Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার
‘সুনামগঞ্জ জেলাকে দেশের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হোক। স্যার, আপনি সরকারের নীতি নির্ধারনী পর্যায়ে রয়েছেন, আপনি উদ্যোগ নিলে তা অবশ্যই বাস্তবায়ন হবে। চট্টগ্রাম যদি বাণিজ্যিক রাজধানী হতে পারে তাহলে সুনামগঞ্জ কেন সাংস্কৃতিক রাজধানী হতে পারে না। এই জেলার মতো লোককবির পূণ্যভূমি দেশের আর কোথাও নেই।’
চার লোককবির স্মরণে আয়োজিত ‘হাওরপাড়ের গল্প’ উৎসবের আলোচনা পর্বের শেষে সমাপনী বক্তব্যে প্রথম তিন দিন একই বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রথম দিন জেলা প্রশাসক
মো. সাবিরুল ইসলাম অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, ২য় দিন তথ্য সচিব মরতুজা আহমদ এবং শেষ দিন বৈষ্ণব কবি রাধারমণ দত্ত স্মরণে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক কে উদ্দেশ্যে করে বলেন, স্যার আপনারা সুনামগঞ্জের কৃতী সন্তান, আপনারা উদ্যোগ নিলে অবশ্যই বাস্তবায়ন হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে যতটুকু করার আমি করবো।

Exit mobile version