Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের ঐতিহ্য যাদুঘর দর্শনার্থীর জন্যে উন্মুক্ত

স্টাফ রির্পোটার
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরাতন কোর্ট ভবনে স্থাপিত সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরটি দর্শনার্থীর জন্যে চালু করা হয়েছে। গত ৪ জুলাই থেকে যাদুঘর টি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তবে যাদুঘর পরিদর্শন করতে হলে নির্দিষ্ট হারে টিকেট কাটতে হবে।
জেলা প্রশাসন কতৃপক্ষ আরো জানান, জন প্রতি ১০ টাকা মুল্যে টিকেট কেটে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দর্শনার্থীর জন্যে খোলা রাখা হবে এই যাদুঘরটি।
যাদুঘরে ৫ টি গ্যালারিতে স্থান পেয়েছে সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাংস্কৃতিক প্রেক্ষাপট, জীবন জীবিকা,পরিবেশ ও প্রকৃতির সহশ্রাধিক নিদর্শন। কালের স্রোতধারায়
যার অধিকাংশই বিলুপ্তির পথে।
সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবন জীবিকা, পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন কতৃপক্ষ।

Exit mobile version