Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের কেন্দ্রীয় কবরস্থানে শায়িত হলেন অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যাবস্থাপক সুরত মিয়া

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ শহরের হাছননগর আবাসিক এলাকা নিবাসী অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যাবস্থাপক জনাব সুরত মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল ২টায় জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বাদ মাগরিব সুনামগঞ্জের কেন্দ্রীয় টাউন জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে যানাজা শেষে শহরের শান্তিবাগ এলাকাধীন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মরহুমের নামাজে যানাজায় উপস্থিত থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও মরহুমের মৃত্যুতে শোকপ্রকাশসহ তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুলসহ স্থানীয় জনপ্রতিনিধি,পেশাজীবী,আইনজীবী ও শিক্ষক নেতৃবৃন্দ। জনাব সুরত মিয়া জীবদ্মশায় জেলা সদর, দিরাই, জামালগঞ্জ ও নিজ উপজেলা তাহিরপুরসহ বিভিন্ন অঞ্চলে সোনালী ব্যাংক ব্যাবস্থাপক হিসেবে অত্যন্ত সততা ও বিশ্বস্থতার সাথে দায়িত্ব পালন করেন। ৭১ এর রণাঙ্গনে তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু কখনও মুক্তিযোদ্ধা ভাতা গ্রহন বা সরকারী সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করেননি। ত্যাগ সততা ও আদর্শে অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টায় তিনি সর্বদাই তৎপর ছিলেন। পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি জাকারিয়া জামান তানভীরের পিতা অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা জনাব সুরত মিয়া সাহেবের আকস্মিক মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত ও মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিআরা বেগম শাম্মী,সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল,সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ,পৌর কমিটির সহ-সভাপতি রোয়েব চৌধুরী ও সাধারন শাকিল আহমেদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

Exit mobile version