Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের মুক্তিযোদ্ধার কন্যার উদ্যোগে শিশুদের হাতে তুলে দেয়া হয় লাল সবুজের পতাকা

সুনামগঞ্জ সংবাদদাতা:মহান “স্বাধীনতা যোদ্ধের ৪৪” বছরে পদাপর্ণ উপলক্ষে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধার কন্যার পক্ষ থেকে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুর হাতে পোষাক ও পতাকা তুলে দেয়া হয়েছে
৭১’র মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ৪৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে দেশ প্রেম জাগাতে ও প্রাতিষ্ঠানিক শিক্ষামুখী করার লক্ষ্যে “ওরাও মানুষ, ওদেরও দাবি আছে, ওদের কথাও শুনতে, ওদের কাছেও যেতে হবে” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষানগরী ময়মনসিংহে শতাধিক শিশুদের নতুন পোষাক পড়িয়ে তাদের হাতে লাল সবুজের পতাকা তুলে দেয়া হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ৭১’র বীর শহীদগণের বিদেহী আত্বার মাগফিরাত কামান করে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বৃহস্পতিবার পোশাক ও পতাকা বিতরনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
দু’টি পাতা একটি কুড়ি পূণ্য ভুমি সিলেট বিভাগের হাওর প্রকৃতির রাজধানী খ্যাত সুনামগঞ্জের তাহিরপুরে মুক্তিযোদ্ধার সন্তান , সহকারি শিক্ষক স্বজন সমাবেশের মহিলা, শিশু ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ারা আজাদের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার শহরের টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশুদের মধ্যে পোষাক পরিয়ে দেন দৈনিক যুগান্তরের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও প্রেসক্লাব সাধারন সম্পাদক আতাউল করিম খোকন , যুগান্তরের ফটো সাংবাদিক আলহাজ্ব আদিলুজ্জামান আদিল, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক , যুগান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ, ময়মনসিংহের স্বজন ও স্বরবর্ণ সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মামুন আহমেদ কমল, ইমদাদুল হক , মো. মফিদুল ইসলাম লাভলু, ইবনে হাসান শিমুল , যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সাধারন সম্পাদক এম, সাদ্দাত হোসেইন সাদ্দাম, ধর্ম ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সুমাইয়া মোশারফ মিলি, স্বজন শিহাব সরোয়ার শিপু, রেহনুমা তানজিন, সামিয়া মোশারফ ইরা, স্ব-ভুমি সাংস্কৃতিক একাডেমির সভাপতি সাজেদুল ইসলাম, কবি শরৎ সেলিম, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও কলামিষ্ট শাহ্ মোহাম্মদ আজাদ প্রমুখ।

ময়মনসিংহের স্বজন সমাবেশ ও স্বরবর্ণ সাংস্কৃতিক একাডেমির যৌথ আয়োজনে শিশুদের ভেতর দেশপ্রেম ও ৭১’র চেতনায় জাগ্রত হওয়ার আহবান জানিয়ে শিশুরদের হাতে লাল সবুজের জাতীয় পতাকা তুলে দেয়া হয়। বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য অবিভাবকদের উপস্থিতিতে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক , যুগান্তর প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ।

Exit mobile version