Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের ময়নারপয়েন্টে যুবকের উপর হামলার মামলা এখনও এফআইআর করেনি পুলিশ

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্ট আবাসিক এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে ক্ষুরের আঘাতে গাল কেটে দিয়েছে সন্ত্রাসীরা। ২৫ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯টায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনার পর জখমী যুবকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও মামলাটি এফআইআর করছেনা পুলিশ। অভিযোগে প্রকাশ,শহরের নতুন হাছননগর গ্রামের মৃত দিল মামদের পুত্র ওয়াহিদ নূর রংমিস্ত্রির কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে একটি অটো রিক্সাযোগে ময়নারপয়েন্টে পৌছামাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার যানবাহনের গতিরোধ করে তাকে ঐ অটোরিক্সা থেকে টেনে হেছড়ে নামিয়ে এলোপাতাড়িভাবে মারপিঠ শুরু করে। একপর্যায়ে ধারালো ক্ষুরের পোচ মেরে তার বাম গাল কেটে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে জখমী ওয়াহিদ নূর ময়নার পয়েন্ট নিবাসী মৃত সাদত আলীর পুত্র আলী হোসেন,আলী হোসেনের পুত্র সুমন ও মৃত আব্দুল মতলিব মফিল মিয়ার পুত্র রমজানকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশ প্রশাসন এখন পর্যন্ত তার দায়েরকৃত অভিযোগটি এফআইআর করেনি। প্রতিপক্ষ সালমান হুসাইন সুমন জখমী ওয়াহিদ নূরের ভাই শফিকুল ইসলামের উপর হামলা ও তার দোকান ডাকাতির ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা নং ৪ (জিআর ৩৩/২০১৬) তাং ৭/২/২০১৬ইং এর প্রধান আসামী বলে জানান জখমীর পরিবারবর্গ। সুনামগঞ্জ সদর থানার এসআই রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামী গ্রেফতারের চেষ্টার পাশাপাশি মামলা এফআইআর এর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Exit mobile version