Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের সফলতা ৩৬ তম বিসিএসে

স্টাফ রিপোর্টার
৩৬ তম বিসিএস’এ ভাল করেছে সুনামগঞ্জের মেধাবীরা। প্রশাসন, পুলিশ, কর ও শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা অনেক। মঙ্গলবার ৩৬ তম বিসিএস’এর ফলাফল বের হয়। বুধবার সন্ধা পর্যন্ত ৮ জন শিক্ষার্থীর সাফল্যের কথা জানা গেছে । বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা পরিবার, গ্রামসহ জেলাবাসীকে গৌরবান্বিত করেছে তাঁদের অভিনন্দন জানানো হয়েছে দৈনিক সুনামগঞ্জের খবরের পক্ষ থেকে।
এ পযন্ত প্রাপ্ত তথ্য অনুসারে জানা গেছে, ৩৬ তম বিসিএস’এর পুলিশ ক্যাডারে ২ জন উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হয়েছে। এরা হচ্ছে- সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুরের
মুক্তিযোদ্ধা মৃত শাহাব উদ্দিনের ছেলে আক্কাস আলী। অন্যজন মধ্যনগর থানার বংশিকু-া দক্ষিণ গ্রামের ইজাজ নবী তালুকদারের ছেলে মো. স¤্রাট তালুকদার।
প্রশাসন ক্যাডারে চাকুরি হয়েছে বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের বাসিন্দা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মামুনের স্ত্রী তানিয়া আক্তারের। তানিয়া আক্তার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ( খোকন মাস্টার) মেয়ে।
সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিমবাজারের বাসুদেব বণিকের মেয়ে অর্পা বণিকের ট্যাক্স ক্যাডারে (কর কমিশনার) চাকুরি হয়েছে। সে পশ্চিম বাজারের বাসুদেব বণিকের মেয়ে।
সুনামগঞ্জ পৌর এলাকার বাঁধনপাড়ার কিশোর চৌধুরীর স্ত্রী মুক্তা সরকারের চাকুরি হয়েছে কৃষি ক্যাডারে (কৃষি কর্মকর্তা)। তিনি শহরের নতুনপাড়ার মৃদুল কান্তি সরকারের মেয়ে।
সুনামগঞ্জ পৌর এলাকার বিলপাড়ের মাছুমা আক্তার তন্বি’র চাকুরি হয়েছে শিক্ষা ক্যাডারে। তন্বি বিলপাড়ের মো. সুরুজ্জামানের মেয়ে।
শাল্লার হবিবপুর ইউনিয়নের রামপুরের রাহুল সরকারের চাকুরি হয়েছে শিক্ষা ক্যাডারে। তিনি রঞ্জিত সরকার ও সুলেখা রানী সরকারের ছেলে।
উত্তীর্ণরা জানিয়েছেন ৩৬ তম বিসিএস সুনামগঞ্জের আরো কিছু মেধাবী উত্তীর্ণ হয়েছেন। কিন্তু নাম, ঠিকানা বা মুঠোফান নম্বর জানাতে পারেননি কেউই।

Exit mobile version