Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘রানার এইড’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭০জন নারী পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছে

বিশেষ প্রতিনিধি::পড়নে ময়লা কাপড়। পা-ুর মুখে মলিন হাসি। অতিথি যখন তার হাতে নতুন রঙ্গিন শাড়ি তোলে দেন তখন চোখ ছলছল হয়ে ওঠে সুনামগঞ্জ শহরের ওয়াবদা রোডের রহিমা বেগমের। রহিমা বেগমের মতো হত দরিদ্র মুক্তিযোদ্ধা শমির উদ্দিন, কালা ময়নার মলিন মুখেও হাসি ছিল। নতুন কাপড় পেয়ে খুশি হয়েছেন ছায়াতুন বিবি, রাজিয়া বেগম, রেখা বেগম, হেলেনা বেগম, আমিরুন্নেসাসহ বিভিন্ন বয়সের ৭০জন নারী পুরুষ। বৃহষ্পতিবার সকালে শাড়ি লুঙ্গি পেয়ে খুশি হয়েছেন। তারা প্রাণভরে দোয়ার পাশাপাশি সমাজের বিত্তবানদের হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘রানার এইড’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহৃষ্পতিবার হতদরিদ্র ৭০জন নারী পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় শহরের লঞ্চঘাটস্থ স্কাউট ভবনে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সহ সভাপতি কবি ইকবাল কাগজীর সভাপতিত্বে ও সংগঠক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্টিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তুরন মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, নাটাবের সভাপতি ধুর্জটি কুমার বসু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজনসেন রায়, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক তাহের আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, আমেরিকা প্রবাসী কবি বাবর বখত, লন্ডন প্রবাসী সমাজসেবক মো. সফির উদ্দিন প্রমুখ।
স্বেচ্চাসেবি হিসেবে কাজ করেন সংগঠনের সদস্য রাজন মাহবুব, আশীষ কুমার, পলি রায়, মিল্লাদ আহমেদ, রোজেল আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, ঈদে রানার এইড যেসব উন্নত মানের ঈদবস্ত্র বিতরণ করেছে অন্যান্য সংগঠনের বেলায় তা দেখা যায়না। এই শুভ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তুরন মিয়া বলেন, ঈদ উপলক্ষে সংগঠনের উদ্যোগটি ভালো। হত দরিদ্র মানুষ ঈদের নতুন কাপড় পেয়ে খুবই আনন্দিত হয়েছে। সমাজের বিত্তবান মানুষকে গরিবদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Exit mobile version