Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের ২ সীমান্তে ভারতীয় মদ,জিরাসহ ১০ ব্যাক্তি আটক

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে :সুনামগঞ্জের মাছিমপুর ও নারকেলতলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ,জিরা ও মোটর সাইকেলসহ ১০ ব্যাক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির না: সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ৩ আসামীসহ সীমান্তÍ পিলার ১২০৯/৪-এস এর নিকট হতে ৭ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে গামাইরতলা নামক স্থান হতে ৪৫৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ১ লক্ষ ৯৫ হাজার টাকা। একই বিওপির আরেকটি টহলদল সীমান্তÍ পিলার ১২১০/৩-এস এর নিকট হতে ২৭ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মুজিব বাজার নামক স্থান হতে ৭ আসামীসহ ৪৪৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ ও ১টি মোটর সাইকেল উদ্ধার করে, যার মূল্য ৬ লক্ষ ৭০ হাজার টাকা। একইদিন ভোর সোয়া ৫টায় নারায়নতলা বিওপির হাবিলদার মো: দুলাল খান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্তÍ পিলার ১২১৩/৬-এস এর নিকট হতে আনুমানিক ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩ শত কেজি ভারতীয় জিরা উদ্ধার করে, যার মূল্য দেড় লক্ষ টাকা। এসময় বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত জিরা উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে। বিজিবির হাতে আটককৃতরা হচ্ছে বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র মোঃ আনোয়ার (২৮), গামাইরতলা গ্রামের মৃত জসিম উদ্দিন এর পুত্র মোঃ গিয়াস উদ্দিন (৬০),চিনাকান্দি (শিলডোয়ার) গ্রামের মৃত শহর আলীর পুত্র মোঃ রুবেল মিয়া (২৬), মৃত ফজর আলীর পুত্র কেরামত আলী (৪২),মৃত সুন্দর আলীর পুত্র মোঃ মালেক হোসেন (২২), মোঃ হাফিজুর রহমান এর পুত্র মোঃ আব্দুল বারেক (৩৮),মোহাম্মদ আলীর পুত্র মোঃ মুক্তার হোসেন (৩২), মৃত শহর আলীর পুত্র মোঃ জামাল (২১), মোঃ তোনা মোতালেব এর পুত্র মোঃ আব্দুল মজিদ (২০) এবং সদর উপজেলার পশ্চিম রাজনগর গ্রামের মোঃ গোলাপ চান এর পুত্র মোঃ জালাল উদ্দিন (২৫)। ২৮ বিজিবি উপ-অধিনায়ক মেজর মো: মাহবুব আলম,পিএসসি বলেন,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Exit mobile version