Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের ৩ সীমান্তে ভারতীয় তক্ষক ও বোমা মেশিন আটক করেছে বিজিবি

সুনামগঞ্জ থেকে আল-হেলাল : সুনামগঞ্জের ৩ সীমান্তে তক্ষক,বোমা মেশিন ও ভারতীয় মদ আটক করেছে বিজিবি। ৩০ আগস্ট মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা বিওপির হাবিঃ মোঃ মানিক মিয়া এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তÍ পিলার ১২১২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৬ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাজান চলতি নদী হতে অবৈধভাবে বালি/পাথর উত্তোলনকালে একটি ড্রেজার মেশিন আটক করে, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। ২৯ আগস্ট সোমবার রাত সাড়ে ৮ টায় বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির নাঃ সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২০৮/৪-এস এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতলা নামক স্থান হতে ১টি বাংলাদেশী তক্ষক ভারতে পাচারকালে উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এর আগে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া বিওপির হাবিঃ মোঃ ইব্রাহিম খলিল এর নেতৃত্বে আরেকটি টহল দল সীমান্তÍ মেইন পিলার ১২২৩/২-এস এর নিকট হতে আনুমানিক দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্পগ্রাম নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে, যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।। বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উপরোক্ত তক্ষক এবং ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত তক্ষক এবং ড্রেজার মেশিন উদ্ধার করে । এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Exit mobile version