Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে

টাফ রিপোর্টার
সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় সংস্থার দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল আদালতের বিচারক এবং সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান বুধবার ঐ দুই কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা ও আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৫ সালে গ্রামীণ ব্যাংকের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসাবে আবু খালেদ চৌধরী ও ব্যবস্থাপক হিসাবে মাজহারুল ইসলাম দায়িত্বে ছিলেন। তখন এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সংস্থার ১৩ লাখ ৩৯ হাজার ৬ টাকা আত্মসাতের অভিযোগে দিরাই থানায় দুটি মামলা হয়। মামলা দুটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রনজিৎ কুমার সরকার।
বুধবার এই মামলায় আবু খালেদ চৌধুরী ও মাহজারুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আবু খালেদ চৌধুরী’র বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার আহমদাবাদ গ্রামে, মাজহারুল
ইসলামের বাড়ি জামালপুর জেলার কানিল গ্রামে।
আদালতে জামিন শুনাতিতে দুদকের পক্ষে আইনজীবী হিসেবে মো. আইনুল ইসলাম বাবলু ও পরিতোশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

Exit mobile version