Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অস্ত্র মামলায় সুনামগঞ্জে এক আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. রূপচান মিয়া অরফে হাবিব মিয়া (৪২)।
মঙ্গলবার বেলা ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত (২য় আদালত) মোহাম্মদ শফিউল আযম এই রায় ঘোষণা করেন।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা গ্রামে ২০১৭ সালের ২২ আগস্ট রাত ৪টা ১৫ মিনিটে মো. রূপচান মিয়া অরফে হাবিব মিয়াকে রিভালবারসহ আটক করে র‌্যাবের একটি টহল দল। এরপর র‌্যাব দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করে। দোয়রাবাজার থানায় মামলা নং-৯, তারিখ-২২/০৮/২০১৭।
মঙ্গলবার মো. রূপচান মিয়া অরফে হাবিব মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন যুগ্ম দায়রা জজ (২য় আদালত) মোহাম্মদ শফিউল আযম। মামলা নম্বর ১৪৬/১৭।
মামলায় আসামী পক্ষে আইনজীবী ছিলেন মুজতবা মনোয়ার আলী এবং রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি নাসিরুল হক আফিন্দি।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version