Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধা হাজী কেবি রশিদকে স্মরন

সুনামগঞ্জ সংবাদদাতা::সুনামগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী কেবি রশিদ সাহেবকে। এ উপলক্ষ্যে ১০ই মে মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ডস্থিত সংগঠনের কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর যৌথ উদ্যোগে এক শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এডভোকেট আলী আমজাদ। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হাসিম (যুদ্ধাহত) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা রেনু মিয়া,আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার আহবায়ক সাংবাদিক আল-হেলাল,জেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল, আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না,আমরা মুক্তিযোদ্ধার সন্তান পৌর কমিটির সভাপতি ছাদিয়া বখত সুরভী,সদর উপজেলা কমিটির সভাপতি কাজী জসিম কামাল,সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ রোমেল,প্রচার সম্পাদক সালাহ উদ্দিন জাভেদ, জয়বাংলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা কমিটির আহবায়ক একে মিলন আহমদ,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের থানা কমিটির সভাপতি মোঃ মইন উদ্দিন ও মাহমদ আলী নিশাসহ আয়োজকবৃন্দ। পরিশেষে মরহুম কেবি রশীদের আত্মার মাগফেরাত ও তার শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল বাশার।

Exit mobile version