Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে ইত্তেফাকের বর্ষপূর্তি উদযাপিত

সুনামগঞ্জ থেকে আল-হেলাল : বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জে ইত্তেফাকের ৬৩ তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় শহরের সুবক্ত রাজা কমপ্লেক্স মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসেন ইত্তেফাকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড.মফচ্ছির মিয়া, সাবেক অধ্যক্ষ ও সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান,সাবেক সিভিল সার্জন ডা. আব্দুন নূর, সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম, কেন্দ্রীয় কৃষকলীগের নেত্রী শামীমা শাহরিয়ার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব,মহিলা ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ক্রীড়া সংস্থার সভসভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামীলীগের প্রচার স¤পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শেরেনূর আলী, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রদীপ পাল নিতাই, সাংবাদিক লতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল ও ব্যাংকার আশরাফ হোসেন লিটন। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ছয়টি ধাপের প্রতিটির সঙ্গেই ইত্তেফাক স¤পৃক্ত। ইত্তেফাক বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। জনপ্রিয় এ পত্রিকাটির পথচলা যুগ যুগ ধরে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তাওসিফ মোনাওয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন। আলোচনার পর কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পিপি অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেন, অ্যাডভোকেট সালেহ আহমদ, সুনামগঞ্জের খবরের স¤পাদক পঙ্কজ কান্তি দে, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন, সাবেক ছাত্রনেতা আশরাফুজ্জামান আশরাফ, ব্যবসায়ী রেণু মিয়া, সুমন আহমদ, সদর উপজেলা স্কাউটসের সহসভাপতি আব্দুল গফুর খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ, বিএনপি নেতা আব্দুল হাই, হিউম্যান ল্যাবের পরিচালক রফিকুল হক, প্রভাষক সাজিনূর রহমান, শিক্ষক নেতা রুহুল আমীন, অ্যাডভোকেট হুমায়ূন কবীর, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, খায়রুল কবীর, সেলিম আহমদ, হিমাদ্রী শেখর ভদ্র, এমরানুল হক চৌধুরী, মানবাধিকারকর্মী আমিনুল হক, এআর জুয়েল, অ্যাডভোকেট জিয়াউর রহমান পীর, জেলা ছাত্রলীগের সহসভাপতি মোশাররফ হোসেন ইমন, জেলা ছাত্রলীগ নেতা দেওয়ান জিসান এনায়েত রেজা, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান রাজু, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক মো. রায়হান উদ্দিন, ছাত্রদল নেতা শাহ-আলম, আমিনুল ইসলাম, এ্যাকটিভ সিটিজেন্সের সভাপতি শহীদনূর আহমদ, সাধারণ স¤পাদক দূর্জয় পুরকায়স্থ, পত্রিকার এজেন্ট শ্যামল কান্তি রায় প্রমুখ।

Exit mobile version