Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে ই-মোবাইল কোর্ট চালু

স্টাফ রিপোর্টার-
হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ধরণ বদলে গেছে। রবিবার থেকে আগের কাগজে কলমে লিপিবদ্ধ করার নিয়মের পরিবর্তন করে এবার অনলাইনে ই ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট) চালু করা হয়েছে। রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম বারের মত ই মোবাইল কোর্ট পরিচালনা করেন। ই মোবাইল কোর্টে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর সেবা কার্যক্রম পরিচালিত হবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল এহসান খান জানিয়েছেন, এখন থেকে যে কোন গ্রাহক বা যে কোন লোক ভ্রাম্যমাণ আদালতের আওতাধীন যে কোন তথ্য বা অপরাধের তথ্য এই ওয়েব ঠিকানা (িি.িবপড়ঁৎঃ.মড়া.নফ) দিতে পারবেন এবং জানাতে পারবেন।
রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে এই কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মনসুর উদ্দিন, সোহেল রানা, নাইমা খন্দকার এবং এ.টি. এম. মোর্শেদ।
শহরের ওয়েজখালী এলাকায় পরিচালিত এ অভিযানে ৬০০ টাকা জরিমানা করা হয়। সূত্র সুনামগঞ্জের খবর

Exit mobile version