Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্দ্রীয় জাতীয় প্রেসক্লাব অবস্থানরত শিক্ষক কর্মচারী ও কেন্দ্রীয় মহাজোট কমিটির আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
সোমবার পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিয়া। সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম শামসুল আলম রাসেল’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব জমিরুনুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফররুখ আহমদ তালুকদার, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তার, টেংরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজরুল ইসলাম, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা রহমান, সহকারি প্রধান শিক্ষক জামাল উদ্দিন, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিশ উদ্দিন, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ দাস, সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, নাসরিন আক্তার, সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. উস্তার আলী, শিক্ষক জিয়ারুর রহমান, শিক্ষক সোহেল আহমদ, শিক্ষক হাসান আমি, শিক্ষক মোতালিব হোসেন, হুমায়ন কবির প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে এমপিওভূক্তি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি

Exit mobile version