Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে চেক ডিজওনার মামলায় ব্যবসায়ীর কারাদন্ড

সুনামগঞ্জ সংবাদদাতা:সুনামগঞ্জে চেক ডিজওনার মামলায় শরীয়তপুরের ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে ১২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বুধবার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা উক্ত দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত পলাতক আসামীর নাম নাসির মিয়া। তিনি শরীয়তপুর জেলার সখিপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদি হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রহমান বকুল। মামলার বিবরণে প্রকাশ, সিমেন্ট বিক্রি শেষে টাকা দিবেন শর্তে একটি চেক আমানত রেখে ১২ লাখ টাকা মূল্যের দুই ট্রাক সিমেন্ট ঢাকায় নিয়ে যান দন্ডিত এই ব্যবসায়ী। টাকা পরিশোধের নিমিত্তে দেয়া চেকখানা ডিজওনার হওয়ায় দন্ডিত ব্যবসায়ীকে পরবর্তীতে নোটিশ প্রদান করা হয়। তাতে সারা না দেয়ায় উক্ত আদালতে ব্যবসায়ী আব্দুর রহমান বকুল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন (দায়রা-২৭৩/১২)।

Exit mobile version