Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে জলবায়ূ পরিবর্তন ও দূর্যোগ ঝুকিঁ হ্রাস বিষয়ক প্রতিবেদন প্রস্তুতে সাংবাদিকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে জলবায়ূ পরিবর্তন ও দূর্যোগ ঝুকিঁ হ্রাস বিষয়ক প্রতিবেদন প্রস্তুতে সাংবাদিকদের করণীয় শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ বাংলাদেশের এ্যাডভোকেসি ও কমিউনিকেন্স সমন্বয়কারী সফিউল আযম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। কর্মশালায় আরো বক্তব্য রাখেন জেলা প্রকল্প ব্যবস্থাপক এস এম রফিকুল ইসলাম,প্রশাসন সহকারী হুমায়ূন কবীর,বিল্লাল হোসেন ও নূরনবীসহ ইসলামিক রিলিফের বিভিন্ন প্রকল্প কর্মকর্তাগন। প্রধান অতিথি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, জলবায়ূ পরিবর্তনের ফলে হাওরের জেলা সুনামগঞ্জে দূর্যোগ ঝুকি একটু বেশীই থাকে। এ থেকে উত্তরণের জন্য এবং সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমকর্মীদের আরো ব্যাপকভাবে ভূমিকা পালন করার আহবান জানান তিনি। প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদেরকে জলবায়ূ পরিবর্তন ও দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মৌলিক ধারনা,একই বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গনমাধ্যমের ভ’মিকা,নৈতিকতা ও মূল্যবোধ এবং প্রতিবেদন প্রস্তুত,তথ্য সংগ্রহ করার সম্ভাব্য উৎস,নথি ইত্যাদি সম্পর্কে জ্ঞানদান করা হয়। পাশাপাশি জেলার শাল্লা দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্থানীয় দরিদ্র জনসাধারনের জীবনমান উন্নয়নে নেয়া ইসলামিক রিলিফের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের সাফল্যের চিত্রও তুলে ধরা হয়।

Exit mobile version