Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে জাল ভিসায় ৫০ লাখ টাকা আত্মসাৎ

আকরাম উদ্দিন
বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। জেলার বিভিন্ন এলাকায় বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের কাছ থেকে জাল ভিসা দিয়ে টাকা আত্মসাৎ করায় দুই ব্যক্তির বিরুদ্ধে শনিবার সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিয্গোকারী হলেন সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদরপুর গ্রামের আব্দুল অদুদের ছেলে মো. তাজ উদ্দিন।
আশক আলী নামের এই ভিসা প্রতারক শহরের বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসাবে অবস্থান করে প্রতারণা কর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমাগাঁও গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আশক আলী (৫৫) ও তার স্ত্রী সিরাতুন নেছা (৪৮) বর্তমানে সুনামগঞ্জ শহরের মুহাম্মদপুর এলাকার ৫৭/৩ বিৎরাজ ভিলায় বসবাস করছেন। এর আগে ষোলঘর এলাকায় সুরমা ১৯৪ নম্বর বাসায় ভাড়ায় ছিলেন তারা। এভাবে ভাড়া বাসায় বসবাস করে তাঁরা বিভিন্ন দেশের জাল ভিসা বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে চলেছেন।
প্রতারক অভিযোগকারীর নিকট থেকে অস্ট্রেলিয়ার জাল ভিসা বিক্রি করে নগদ ৯ লাখ ৭৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে থানায় অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গনারগাঁও গ্রামের আনোয়ার আলীর ছেলে এনাম মিয়ার কাছ থেকে কানাডার জাল ভিসা বিক্রি করে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আশক আলী। এভাবে সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়ার মৃত রমজান আলীর ছেলে সিকন্দর আলীর কাছ থেকে আয়ারল্যান্ডের জাল ভিসা বিক্রি করে নগদ ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এরা। দক্ষিণ আরপিননগরের মৃত ছমিরুল গণি চৌধুরীর ছেলে সোয়েব চৌধুরীর কাছ থেকে অস্ট্রেলিয়ার জাল ভিসা দিয়ে নগদ ১০ লাখ টাকা নিয়েছে। মাইজবাড়ি গ্রামের আছদ্দর আলীর ছেলে আনোয়ার হোসেনের কাছ থেকে কানাডার জাল ভিসা দিয়ে নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে আশক আলী। একইভাবে শহরের ষোলঘর এলাকার বাসিন্দা কদ্দুছ মিয়ার ছেলে জনি মিয়ার কাছ থেকে কানাডার জাল ভিসা দিয়ে নগদ ২ লাখ টাকা এবং শহরের তেঘরিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে হাসানুজ্জামানের কাছ থেকে কানাডার জাল ভিসা দিয়ে নগদ ৫ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
বিদেশ গমনেচ্ছু সোয়েব চৌধুরী বলেন,‘প্রায় ৪ মাস আগে অস্ট্রেলিয়ার জাল ভিসা দিয়ে আমার কাছ থেকে আশক আলী ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন টাকা ফেরৎ চাইলে, তিনি টাকা ফেরৎ দিতে চান না। বরং আমাকে নানাভাবে ভয়ভীতি দেখান।’
বিদেশ গমনেচ্ছু হাসানুজ্জামান বলেন,‘আমি কানাডার ভিসা পেয়ে ঢাকা যাই। পরে সেখানে পরীক্ষা করার পর জাল ভিসা ধরা পড়ে। এরপর ভারতের দিল্লিতে গিয়ে পরীক্ষা করাই। সেখানেও তাঁরা বলেছেন এই কানাডার ভিসাটি জাল। এই ভিসা কিনতে আমার ৫ লাখ টাকা দিতে হয়েছে প্রায় ১১ মাস আগে।’
অভিযুক্ত আশক আলীর একাধিক মুঠো ফোনে বার বার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
তাঁর স্ত্রী অভিযুক্ত সিরাতুন নেছার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদেশ নেওয়ার নামে টাকা লেনদেন করার বিষয়ে আমি কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন,‘বিদেশ নেওয়ার নামে আশক আলীর বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।’

Exit mobile version