Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে দুইভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো আ.লীগ

জেলায় দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন’এর নেতৃত্বে একাংশ ব্যারিস্টার ইমনের বাসভবনের ‘জয়বাংলা হল’এ বেলা ১১ টায় কেক কাটা, মিলাদ ও দোয়া মাহ্ফিল’এর আয়োজন করে। অপরাংশ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা মুকুট’এর নেতৃত্বে রমিজ বিপণি’র কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বের করে। এর আগে এই অংশ দিনের শুরুতেই শনিবার রাত ১২ টা ১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটে।
নুরুল হুদা মুকুটের নেতৃত্বাধীন অংশ রোববার দুপুর ১২ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রমিজ বিপণি’র কার্যালয়ে গিয়ে সমাবেশে করে।
এই অংশের মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ ও শংকর দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মতিউর রহমান পীর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও মঞ্জুর খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, তরুণ লীগ সভাপতি নাজমুল হুদা বকুল, শ্রমিক লীগ নেতা মুবিনুল ইসলাম প্রমুখ।

ব্যারিস্টার ইমনের নেতৃত্বাধীন অংশের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায় পিপি ও অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শাহ্ আবু নাসের, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, সুনামগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদ রুমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সদস্য রেজাউল আলম নিক্কু, মফিজুল হক, আতিকুল হক, ফেরদৌসি সিদ্দিকা, ও মোতাহের হোসেন আখঞ্জি শামীম, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেওয়ান জিসান এনায়েত রেজা, মৎস্যজীবী লীগের সভাপতি তৌহিদ বাবু, রাসেল শিশু কিশোর সংঘের আহ্বায়ক আরমানুল হক প্রমূখ।

Exit mobile version