Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উঠানোয় ৭ জনকে জরিমানা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সুনামগঞ্জে সুরমা নদী থেকে অবৈধভাবে ডেজ্রার দিয়ে বালু ও মাটি উত্তোলনের দায়ে ৭ জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা এই জরিমানা করেন। সুরমা নদীর সদর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনো অনুমতি না নিয়েই অবৈধভাবে
ড্রেজার দিয়ে নদী থেকে বালু ও মাটি উত্তোলনকালে একটি ড্রেজারসহ এই ৭ জনকে আটক করা হয়। পরে তাদেরকে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ-ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
দ-প্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ধামপাড়া গ্রামের নাসির উদ্দিন, মো. রায়হান, মো. জুয়েল ও মো. সেলিম; বাজারহাটি গ্রামের এনামুল হক, নারগিসহাটি গ্রামের মো. মোখলেছ, বরিশাল জেলার উলিপুর রাজাপুরের শেখ আবদুর রাজ্জাক।
সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, দ-প্রাপ্তদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তাঁদের সঙ্গে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version